আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রমজানে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নতুন সিদ্ধান্ত

রমজান মাস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা প্রশাসন নতুন সিদ্ধান্ত নিয়েছেন। উপজেলার সকল হাট-বাজারের মুদি দোকান, কাঁচা বাজার, কৃষি পণ্য, সার ও কীটনাশকের দোকান এবং ইফতারি পণ্য বিক্রির দোকান(সীমিত আকারে) প্রতিদিন দুপুর ০১:০০ টা হতে বিকাল ০৬.০০টা পর্যন্ত খোলা থাকবে। ফার্মেসী সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে। সাপ্তাহিক হাট , বিপনী বিতান, শপিংমল, কসমেটিক্সের দোকান বন্ধ থাকবে। সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই ক্রয় বিক্রয় করতে পারবে। শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন।

প্রসঙ্গত করোনাভাইরাস নারায়ণগঞ্জে মহামারি রূপ নিয়েছে।  সরকারী বেসরকারী সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নারায়ণগঞ্জে ৫৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে ৭ জন রয়েছে রূপগঞ্জের। মৃত্যুবরণ করেছে ৩৭ জন। নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করা হয়েছে।