শিপন মীরঃ
রাস্তায় বের হলেই দেখা মিলে সেই চিরচেনা যানজটের, ৫-১০ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে ঘন্টা সমমান সময়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ট্রাফিক ক্রসিংয়ে যানজটে অবরুদ্ধ হয়ে পড়ছে নারায়ণগঞ্জ দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকা স্কুল, কলেজগামী শিক্ষার্থী, অফিস কর্মকর্তা, অসুস্থ রোগী ও তাদের স্বজনরা সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন। যানজট তৈরী হওয়ার বিভিন্ন কারণ থাককলেও যেখানে সেখানে গাড়ি পার্কিং অন্যতম কারণ। অবৈধভাবে গাড়িপার্কিং থেকে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
সরেজমিনে শহরঘুরে দেখা যায়, নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় দীর্ঘ সময় ধরে সড়কের উপরে গাড়িপার্কিং করছে অসংখ্য প্রাইভেটকার,বাইক। নির্দিষ্ট লেনের গাড়িগুলো পর্যাপ্ত জায়গা না পেয়ে আটকে থাকে দীর্ঘসময় ধরে। পার্কিং করা এই গাড়িগুলো মূলত মার্কেট,শো-রুম, রেষ্টুরেন্টগুলোতে আসা গ্রাহকদের।শহরের অধিকাংশ মার্কেটগুলোর গাড়িপার্কিংয়ের স্থানে দোকান, শো-রুম, রেস্টুরেন্ট ভাড়া দিয়ে বাড়তি আয় করছে মার্কেট মালিকেরা।
সমবায় মার্কেটের সামনের সড়কে গাড়িপার্কিং করা সোহান মিয়া জানান, এই মার্কেটের কোন গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট স্থান নেই। নিচতলা দোকানে পরিপূর্ণ, আমরা ইচ্ছে করেতো সড়কে গাড়ি পার্কিং করাচ্ছিনা। আমাদের গাড়িপার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। আমরাও যানজটের ভোগান্তি পোহাচ্ছি, নিজেদের গাড়ি নিয়ে এসেও কোন স্বস্তি পাচ্ছিনা।
২নং রেলগেটের জাকারিয়া হোসেন জানান, ট্রাফিক সিগনাল, রেল ক্রসিংয়ে যানজট তো আছেই । রাস্তার দুপাশে গাড়িপার্কিং, সিএনজি স্ট্যান্ডের কারণে যানজট তীব্র হয়ে উঠে। আমরা সাধারণ যাত্রীরা সময়মত কোন কাজ করতে পারিনা। দীর্ঘ সময় ধরে রাস্তায় পার করতে হচ্ছে, অফিসে সময়মত যেতে পারিনা। বাচ্চারাও স্কুলে সময়মত পৌঁছাতে পারেনা নানান সমস্যায় ভোগতে হচ্ছে আমাদের।
যত্রতত্র গাড়িপার্কিংয়ের ফলে আমাদের মূল্যবান সময় ব্যহত হচ্ছে। যেখানে গাড়িপার্কিং থাকার কথা সেখানে দেখা মিলছে দোকান, শো-রুম, রেস্টুরেন্টের। মার্কেট মালিকদের মোটা অঙ্ক টাকা আয়ের জন্য ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। অট্টালিকার এই শহরে বন্ধ হয়েগেছে চলাচলের সহজ পথগুলো।
এই বিষয়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক শরফুদ্দীন জানান, এই সমস্যার জন্য আমাদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।যত্রতত্র গাড়িপার্কিংয়ের ফলে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছি। একস্থানে গাড়ি সড়ালে আরেকস্থানে গাড়ি পার্কিং করছে,আমরা রেকারিং করছি মামলা জরিমানা করার পরও অবৈধভাবে গাড়ি পার্কিং করছে। মার্কেটগুলোর নিচে পার্কিংয়ের ব্যবস্থা করা উচিৎ, যেসমস্ত মার্কেটগুলোতে পার্কিংয়ের ব্যবস্থা নাই সে মার্কেটগুলোর নিচতলা প্রয়োজনে ভেঙ্গে গাড়িপার্কিংয়ের ব্যবস্থা করার প্রয়োজন।