আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যৌন হয়রানি মামলায় জনী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বন্দরে যৌন হয়রানির মামলায় পুলিশ জনী (২২) নামে এক জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে ।

গত সোমবার রাতে বন্দর উপজেলার পশ্চিম কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জনী বন্দরের পশ্চিম কেওঢালা এলাকার আবদুল গাফফারের ছেলে। এর আগে জনীর মামা মাসুদকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে গত ১২ জুন বিকেলে বন্দরের মদনপুর বাজার এলাকা থেকে মায়ের সামনে থেকে স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। ১৩ মে কৌশলে পালিয়ে সে আসে । এরপর সোমবার মেয়েকে ঢাকার এক আত্মীয়ের বাড়িতে রেখে আসতে মদনপুর বাসষ্ট্যান্ডে এলে সেখানে মেয়েকে যৌন হয়রানি করা হয়। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার দুপুরে ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।