আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যে কীর্তি গড়া হলো না সাকিব-তামিমের

স্পোর্টস ডেস্ক : মিরপুরে ‘হোম অব ক্রিকেট’এ অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নেমেছেন বাংলাদেশের দুই বড় তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

স্মরণীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি করেছেন দুজনেই। তামিম ৭১ ও সাকিব ৮৪ রানে আউট হয়েছেন।

দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি করেছেন তামিম। তবে সাকিব ব্যর্থ হওয়ায় এক বিরল কীর্তি গড়া হলো না দুই বন্ধুর।

অজিদের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৮ রানের ইনিংস খেলেন তামিম। তবে ব্যাট হাতে ব্যর্থ হন সাকিব।

মাত্র ৫ রান করে দলের বিপদের মুহূর্তে লায়নের বলে প্যাট কমিন্সের তালুবন্দী হন বিশ্বসেরা অল-রাউন্ডার।

দুজনের খেলা ৪ টি ইনিংসের ৩টিই সেঞ্চুরি হতে পারত। কিন্তু হয়নি। তাই ৫০তম টেস্টে সেঞ্চুরি করার ক্রিকেটারদের তালিকাতেও নিজেদের নাম তুলতে পারলেন না বাংলাদেশের দুই সেরা ক্রিকেটার।

ক্যারিয়ারের ৫০তম টেস্টে এখন পর্যন্ত সেঞ্চুরি পেয়েছেন ৩২জন ক্রিকেটার। শুধুমাত্র সেঞ্চুরিই নয়, ডাবল এমনকী ট্রিপল সেঞ্চুরির রেকর্ডও আছে।

ভারতের সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড, পাকিস্তানের জাভেদ মিয়াদাদ, ওয়েস্ট ইন্ডিজের বর্তমান ক্রিকেটার ক্রিস গেইলসহ আরও অনেকের নাম রয়েছে।

ক্রিকেট ইতিহাসে নিজের ৫০তম টেস্টে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ‘ক্যারিবিয়ান দানব’ গেইল। ২০০৫ সালে সেন্ট জোন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩১৭ রান করেছিলেন তিনি।

সর্বশেষ এই তালিকায় নাম ওঠে ভারতের চেতেশ্বর পূজারার। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ৫০তম টেস্টে ১৩৩ রানের ইনিংস খেলেছিলেন পূজারা।