রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য কামরুল হাসান তুহিনের মায়ের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাও এলাকায় মরহুমের নিজ বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হয়। কুলখানি অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পক্ষে মন্ত্রীর বড় ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পা অংশ নেয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু , রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, বস্ত্র ও পাটমন্ত্রীর বিশেষ সহকারি এমদাদুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রহমান ভুঁইয়া। জুমার নামাজ শেষে মিলাদ মাহফিল ও দোয়ায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এছাড়া আওয়ামী লীগ ,যুবলীগ , স্বেচ্ছাসেবকলীগ , ছাত্রলীগ, যুব মহিলাগের নেতাকর্মীরা অনুষ্ঠান উপস্থিত ছিলেন।