সোনারগাঁ প্রতিনিধি:
উপজেলার বাইশটেকী গ্রামে আল আমিন নামে এক যুবককে বাড়ী থেকে ডেকে নিয়ে পিটিয়ে পঙ্গু করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল রোববার (২২ এপ্রিল) আল আমিনের ভাই জাকির হোসেন বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের বাইশটেকী গ্রামের আব্দুর রহিমের বাড়ীতে শনিবার রাতে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় সন্দেহজনকভাবে ওই গ্রামের আল আমিনকে সাদিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য নুরুজ্জামানের নেতৃত্বে আব্দুর রহিম, এছাক মিয়া, মো: জনি, হৃদয়সহ ৮/১০ জনের একদল সন্ত্রাসী বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে হাত, পা ভেঙ্গে পঙ্গু করে দেয়। পরে খবর পেয়ে সোনারগাঁ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় মেম্বারসহ তার লোকজন পালিয়ে যান।
আহত আল আমিন জানান, আব্দুর রহিমের বাড়ীতে মেম্বারের সহযোগী জাকির হোসেন চুরি করে আমি বিষয়টি দেখে অন্যজনকে বলার কারনে তারা আমাকে পিটিয়ে হাত, পা ভেঙ্গে দেয়। অপর দিকে ইউপি সদস্য বলেন, এ হামলার ঘটনায় আমার লোকজন জড়িত থাকতে পারে। তিনি জড়িত নন বলে দাবী করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।