অনলাইন রিপোর্ট:
গর্ভপাত বন্ধে যুক্তরাষ্ট্রের আলাবামায় বিল পাস করেছেন যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা। রাজ্যটির সিনেট এ আইন পাস করেছে।
বিলটি এখন রিপাবলিকান গভর্নর কেই আইভির কাছে যাবে। তিনি এখনো বলেননি বিলের স্বাক্ষর করবেন কী না। তবে তিনিও গর্ভপাতের ঘোর বিরোধী।
এ মাসের শুরুতে আলাবামায় প্রতিনিধি পরিষদে গর্ভপাতবিরোধী বিলটি পাশ হয় ৭৪-৩ ভোটে। তবে এ আইনটি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রুল বিরোধী। ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রে গর্ভপাতকে বৈধ ঘোষণা দেয় সুপ্রিম কোর্ট।
সূত্র: বিবিসি