আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যানজট নিরসনের লক্ষ্যে জনপ্রতিনিধিদের সাথে সভা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন প্রধান সড়কের যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা রোধ, শিশু শ্রমিক ও বিদ্যুৎ অপচয় রোধ করার লক্ষ্যে ব্যাটারী চালিত ইজিবাইক, অটো রিক্সাসহ অন্যান্য যানবাহন চলাচলে নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনপ্রতিনিধিদের অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে আদমজী সোনামিয়া বাজার এলাকায় একটি চাইনিজ রেষ্টুরেন্টে থানা আওয়ামীলীগ সভাপতি, জেলা পরিষদ সদস্য ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র মতিউর রহমান মতি, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহ জালাল বাদল, ১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধান, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম ও সংরক্ষিত নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ মিনোয়ারা বেগম মিনু প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে থানা এলাকার সর্বমোট ইজিবাইক, অটো রিক্সার সংখ্যা ও ওয়ার্ড ভিত্তিক ইজিবাইক, অটো রিক্সার গ্যারেজ সংখ্যা নির্ধারণ, মালিকদের নাম ঠিকানা মোবাইল নং ও মালিক সমিতির সংখ্যা নির্ধারন, ওয়ার্ড ভিত্তিক গাড়ির সংখ্যা নির্ধারন, ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি ও এসবি প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন ও ১৮ বছরের নিচে গাড়ি চালকদের সনাক্ত করে তাদের দিয়ে গাড়ি চালানো বন্ধ এবং জরিমানার ব্যাবস্থা করা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের লাইসেন্স গ্রহন ছাড়া কোন রিক্সা চলাচল করতে না দেওয়াসহ বিভিন্ন প্রদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত হয়েছে।