যশোরের শার্শায় এসএসসি দাখিল পরীক্ষার্থী ৩ হাজার ৩৮২ জন
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি; সারা দেশের সঙ্গে একযোগে বৃহস্পতিবার সকাল ১০টায় যশোরের শার্শায় শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা। কোন কেন্দ্র থেকে বহিস্কারের কোন খবর পাওয়া যায়নি।
এ বছর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৩ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী অংশ নিলেও অনুপস্থিত রয়েছে ২৮ জন পরীক্ষার্থী। উপজেলার ৭টি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যে মাধ্যমিক শিক্ষা বোর্ডের ৫টি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র। মাধ্যমিক ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ২৭১ জন ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ৭১১ জন পরীক্ষার্থী।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল জানান, পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পাদন করা হয়েছে। সকলের সার্বিক সহযোগিতায় একটি সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে।