আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যশোরের যুবককে ফতুল্লায় কারাদন্ড

যশোরের যুবককের বিরুদ্ধে ফতুল্লা থানার দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায়  ১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে ২০ হাজার অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে এবং অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

দন্ডিত আসামি হলেন যশোর জেলার বাঘার পাড়া খানপুর এলাকার মোঃ নুরুল ইসলাম মুন্সীর ছেলে মোঃ নাজমুল (৩৬)। ৪ মার্চ বুধবার দুপুরে আসামীর অনুপস্থিতে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিনের আদালত এই রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০০ সালে দন্ডপ্রাপ্ত আসামি নাজমুলের মোসাঃ রাবেয়া বসরীর বিয়ে হয়। বিয়ের সময় রাবেয়ার পরিবার নগদ টাক সহ ২ লাখ টাকার আসবাবপত্র দেয়। কিন্তু বিয়ের কিছুদিন যেতেই নাজমুল ফের দেড় লাখ টাকা যৌতুক দাবী করে। যৌতুকের দাবীতে ক্রমাগত রাবেয়াকে মানসিক নির্যাতন করে আসছিলেন নাজমুল। পরে রাবেয়া তার বাবার বাড়ীর কাছে টাকা এনে দেন। তবে এতেও স্বাদ মিটেনি নজরুলের। আবার ২ লাখ যৌতুকের দাবীতে মারধর করে সবশেষ তালাকের হুমকি দিয়ে বাসা থেকে বেড়িয়ে যায়।