আজ মঙ্গলবার, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যমুনা লাইফ ইনস্যুরেন্সের মৃত্যুদাবির চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ম‌তি‌ঝি‌লে যমুনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমি‌টেডের বিমা গ্রাহক মরহুম মনিরুল ইসলামের মৃত্যুদাবির দুই লক্ষ টাকা পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ম‌তি‌ঝি‌লের দৈ‌নিক বাংলার‌মো‌ড়ে যমুনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমি‌টেডের প্রধান কার্যাল‌য়ে বৃহস্প‌তিবার (১১ মার্চ) দুপু‌রে বিমার নমিনি মরহুমের স্ত্রী নাছিমা আক্তারের হাতে মৃত্যুদাবির এ চেক তুলে দেন যমুনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমি‌টেডের চেয়ারম্যান ও গাজী গ্রুপের পরিচালক বদরুল আলম খান। এ সময় উপস্থিত ছিলেন, যমুনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমি‌টেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মোহাম্মদ জ‌সিম উ‌দ্দিন, এভিপি ((অবলিখন ও পলিসি হোল্ডার সার্ভিস) সজীব কুমার ভৌমিকসহ অ‌নে‌কে।