আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে ২ রাজাকারের মৃত্যুদন্ড

মৌলভীবাজারে

মৌলভীবাজারে ২ রাজাকারের মৃত্যুদন্ডমৌলভীবাজারে

সংবাদচর্চ ডেস্ক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচ ‘রাজাকারের’ মধ্যে ওজায়ের আহমেদ চৌধুরী ও নেছার আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ ছাড়া বাকি তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। তারা হলেন-শামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মোবারক মিয়া এবং ইউনুছ আহমেদ। ওই পাচজনের মধ্যে ওজায়ের চৌধুরী ও ইউনুছ আহমেদ কারাগারে এবং বাকি তিনজন পলাতক।

২০১৪ সালের ১২ অক্টোবর ওই পাঁচ আসামির বিরুদ্ধে তদন্ত শুরুর পর গত বছর ২৬ মে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই বছর ৮ ডিসেম্বর এই ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। প্রসিকিউশন পক্ষে ১৩ জন সাক্ষী জবানবন্দি দেন। আসামিদের পক্ষে কোন সাফাই সাক্ষী ছিল না।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ২০ নভেম্বর প্রসিকিউশন ও আসামিপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল।

রাজানগনের ওই পাচ রাজাকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মৌলভীবাজারে হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের পাঁচটি ধরনের অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে রয়েছে ১৮ জনকে হত্যা-গণহত্যা, ১১ জনকে অপহরণ আটক ও নির্যাতন এবং ২২টি বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।