আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মোদীর জয়ের ইঙ্গিতে দুরন্ত গতিতে ঘুরতে শুরু করে শেয়ার বাজারের চাকা

 

অনলাইন ডেস্ক :ভোট গণনা শুরু হতে না হতেই প্রভাব পড়ল শেয়ার বাজারে। রাহুলের প্যাঁচে বেকায়দায় বিজেপি। আর তার সরাসরি প্রভাব পড়ল শেয়ার বাজারে। গুজরাটের নির্বাচনের ফলে শেয়ার বাজারে ধস। মোদীর ঘরে ধাক্কা লাগতেই শেয়ার বাজারে ধস।

৮৫০ পয়েন্টেরও বেশি পড়ে যায় বম্বে স্টক একচেঞ্জ সূচক সেনসেক্স। ৩০০ অঙ্ক পড়ে যায় নিফটি।

কিন্তু গুজরাটে বিজেপি ঘুরে দাঁড়ানোর সঙ্কেত মিলতেই ঘুরতে শুরু করে শেয়ার বাজারের চাকা।

গুজরাটে একশোর বেশি আসনে এগিয়ে বিজেপি। হিমাচলপ্রদেশেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে তারা। এর ইতিবাচক প্রভাব পড়ে বাজারে। প্রাথমিক ধাক্কা সামলে উঠতে শুরু করে সেনসেক্স ও নিফটি। সেনসেক্স আড়াইশোর বেশি পয়েন্টে উঠে রয়েছে। ৮০ অঙ্কের উপরে নিফটি।

গুজরাটের ফলের উপরে অনেক কিছু নির্ভর করছে। গুজরাট হারলে বিজেপির আত্মবিশ্বাসে চিড় ধরবে। বাধাপ্রাপ্ত হতে পারে আর্থিক সংস্কার। সেই শঙ্কাতেই বিনিয়োগকারীরা শেয়ার বেচতে শুরু করেন।