বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে রাষ্ট্রীয় অতিথি হয়ে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর নরেন্দ্র মোদির আগনের প্রতিবাদ জানিয়ে রূপগঞ্জ রূপজেলার গাউছিয়া মার্কেট এলাকা শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করেছে মুসুল্লিরা। ভুলতা ফ্লাইওভারের নিচে বিক্ষোভ মিছিল শুরু হয়। সেখানে আশপাশের মসজিদের লোকজন এসে জড়ো হয়। এসময় বক্তারা বলেন, ভারতে মোদীর নেতৃত্বে বিজেপি সরকার এনআরসি ও সিএএ-এর নামে মুসলিম গণহত্যা, মসজিদ ধ্বংস করছে। তাকে বাংলাদেশের মহান নেতার জন্মশতবর্ষে আসতে দেয়া হবে না। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।