আজ শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মোদি বাংলায় গোল্লা পাবে: মমতা

নবকুমার:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নরেন্দ্র মোদির বিদায়ের ঘন্টা বেজে গেছে। ভারতের বিভিন্ন রাজ্যে হারতে বসেছে বিজেপি। চৌকিদার চোর মোদি এখন বাংলায় নজর দিয়েছে এখান থেকে দুই একটা সিট নিতে । বাংলায় মোদি গোল্লা পাবে।

রবিবার (১২ মে) দুপুরে  পশ্চিমবঙ্গের বাসন্তীপুর নির্বাচনী জনসভায়  তিনি এসব কথা বলেন।

বিজেপির বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে মমতা বলেন, মোদির সকল অত্যাচার নির্যাতনের বদলা নেয়া হবে। ভোটকারচুপির যে রঙ্গিল স্বপ্ন দেখছেন তা রুখে দেয়া হবে।

এছাড়া  মোদি হটাও ভারত বাঁচাও ,এক দুই তিন বিজেপি কে কবর দিন শ্লোগানে মুখোরিত করে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।