আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মেয়র হাসিনা গাজীর উদ্যোগে মহিলালীগের জাতীয় শোকদিবস পালন ও কাঙালি ভোজ

রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জের তারাব পৌরসভার মেয়র ও উপজেলা মহিলালীগের সভানেত্রী হাসিনা গাজীর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌরসভার রূপসী গাজী ভবনে এর আয়োজন করা হয়।

মেয়র হাসিনা গাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের মহিলা সদস্য ও রূপগঞ্জ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, যুগ্ম-সম্পাদক মিনারা, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার,  সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, তারাব পৌর যুব মহিলালীগের সভাপতি পারুল বেগম, সাধারণ সম্পাদক শিল্পী আহম্মেদ সহ রূপগঞ্জ উপজেলার সর্বস্তরের মহিলা নেতাকর্মীবৃন্দ।