আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মেয়র পদে নজর তাদের!

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হওয়ার খুব ইচ্ছে ছিলো শামীম ওসমানের। ২০১১ সালের প্রথম নির্বাচনে দলের সমর্থন আদায় করে মেয়র পদে নির্বাচন করলেও শেষতক সেলিনা হায়াৎ আইভীর কাছে হেরে যান বিপুল ভোটে। তবে এখনও মেয়র পদে ওসমান পরিবারের নজর রয়েছে। দেড় বছর আগে একটি সভায় সেলিম ওসমান বলেছিলেন, ‘আমি সিটি করপোরেশনের চেয়ারে বসবো’।
সূত্র জানায়, শামীম ওসমান হারলেও নাসিক মেয়র পদ থেকে চোখ ফেরাননি। তিনি নির্বাচন না করলেও তার নিকটজন কাউকে এ পদে দলীয় সমর্থন পাইয়ে দিতে চেষ্টা করবেন তিনি। শোনা যায়, শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি আগামীতে নির্বাচন করতে পারেন। নারায়ণগঞ্জ-৪ আসনে অর্থাৎ শামীম ওসমানের নির্বাচনী আসনে এমপি মনোনয়ন নিয়ে কোন সমস্যা হলে লিপি ওসমান আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। তবে এর আগেই নাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সংসদ নির্বাচনের আশায় না থেকে নাসিকের মেয়র পদে দলীয় মনোনয়ন চাইতে পারেন লিপি ওসমান। যদিও এ নিয়ে তিনি কখনও কোন কথা বলেননি।
তবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান প্রকাশ্যেই এমন আগ্রহ প্রকাশ করেছেন। ২০১৮ সালের ২৬ জুন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে সেলিম ওসমান বলেন, এখনি ডিক্লারেশন দিবোনা যে আমি নির্বচন করবো ! আমি সিটি করপোরেশনের সাথে কথা বলতে চাই। এখানে অনেক কাউন্সিলর এসেছেন আপনাদের দায়িত্ব তাকে বলা। যদি উনি না করেন তাহলে আমি অপেক্ষা করবো। তখন অন্য কেউ সংসদ সদস্য হবে আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আমি সিটি করপোরেশনের চেয়ারে বসবো।
সেলিম ওসমানের এমন বক্তব্যে দু’টি বিষয় পরিস্কার হয় বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, হয় সেলিম ওসমান আইভীকে ভয় দেখিয়েছেন নয়তো ছোট ভাইয়ের পরাজয়ের প্রতিশোধ নিতে সত্যি সত্যিই প্রার্থী হওয়ার কথা বলেছেন। যদিও ওই দিনের পর এ নিয়ে সেলিম ওসমান আর কখনও কিছু বলেননি। সূত্র জানায়, কিছু না বললেও ওসমান পরিবার আগামী নাসিক নির্বাচনে মেয়র পদ নিয়ে আইভীর প্রতিদ্বন্দ্বি হিসেবে কাউকে মাঠে নামাবেন। ২০১৬ সালের নির্বাচনে তারা মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে দলের মনোনয়ন এনে দিতে কাজ করেছিলেন। যদিও সে চেষ্টা সফল হয়নি। তবে এবার তারা আরও পাকাপোক্তভাবে মাঠে নামবেন বলে শোনা যাচ্ছে। দলীয় সূত্র জানায়, দলের হাই কমান্ডে মেয়র আইভীর গ্রহনযোগ্যতা রয়েছে। তার প্রতিদ্বন্দ্বি হওয়া খুব সহজ বিষয় নয়। বিষয়টি নিয়ে ওসমান পরিবারও ভাবছে। তারা বিভিন্ন উপায় খুঁজে বের করছে নাসিক মেয়র পদের জন্য।