কোপা আমেরিকায় তিক্ততার পর তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। প্রত্যাবর্তনটা অবশ্য স্মরণীয় হয়েছে তার। শুক্রবার (১৬ নভেম্বর) রাতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জয়সূচক গোলটি এসেছে মেসির পা থেকেই।
তবে এই হারটা ব্রাজিল কোচ তিতে মনে থাকবে আরেকটি কারণে। খেলার মধ্যে মেসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।
শাস্তি শেষে মাঠে ফিরে দলকে জয় এনে দিলেও মেজাজ ধরে রাখতে পারেননি মেসি।
খেলার প্রথমার্ধে মাঠে দেখা যায়, রেফারির কাছে কিছু একটা নিয়ে অভিযোগ করছেন ব্রাজিল কোচ। আর মেসি তার ঠোঁটে আঙুল রেখে কিছু একটা বোঝাচ্ছেন। তিতের দাবি, মেসি তাকে বলেছেন, চুপ থাকো।
ম্যাচের পর সংবাদমাধ্যমকে তিতে বলেন, আমি অভিযোগ করেছি কারণ তার হলুদ কার্ড দেখা উচিত ছিল। সে আমাকে চুপ থাকতে বলেছে। আমিও তাকে বলেছি, চুপ থাকো।
তিনি বলেন, এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না। শক্ত রেফারির প্রয়োজন…কারণ সে করায়ত্ত করে ফেলবে। তার কার্ড দেখা উচিত ছিল। অভিযোগ জানিয়ে ঠিকই করেছি।