আজ শনিবার, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেডিস্টার হাসপাতালে ইয়াবা

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জের মেডিস্টার জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দু’টি কক্ষে ইয়াবা সেবনের সরঞ্জাম পেয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই কক্ষে সেবনরত অবস্থায় কাউকে পাওয়া না গেলেও হাসপাতাল কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তারের নেতৃত্বে শহরের নবাব সলিমুল্লাহ রোডের ডনচেম্বার এলাকায় অবস্থিত মেডিস্টার জেনারেল হাসপাতালে অভিযান পরিচালিত হয়।

সানজিদা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। হাসপাতালের ভবনের নিচতলার দু’টি কক্ষে ইয়াবা সেবনের বেশ কিছু সরঞ্জাম পাওয়া যায়। কক্ষগুলোতে নিয়মিত ইয়াবা সেবন করা হতো।

সানজিদা আক্তার বলেন, হাসপাতালের নিচতলায় ৪-৫টি কক্ষ আছে। ওই কক্ষগুলোতে হাসপাতালের স্টাফরা থাকে বলে জানিয়েছেন হাসপাতালের চেয়ারম্যান ডা. লায়লা পারভীন বানু (মাধবী)। দু’টি কক্ষে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেলেও কাউকে সেবনরত অবস্থায় পাওয়া যায়নি। তবে তারা সেখানে কিছুক্ষন আগেও ছিল। কোনভাবে অভিযানের খবর পেয়ে পালিয়েছে তারা। কেননা সেখানে কোকের বোতল অর্ধেক খাওয়া অবস্থায় ছিল যা তখনও ঠান্ডা ছিল।

তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অজান্তে সেখানে ইয়াবা সেবন চলতো বলে জানান হাসপাতালের চেয়ারম্যান। তাই এমন অপরাধের জন্য সতর্কতামূলকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে মেডিস্টার জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. লায়লা পারভীন বানুর মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।