আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেক্সিকোতে ভূমিকম্পে নিহত হয়েছে কমপক্ষে ১৩৯ জন

অনলাইন ডেস্কঃ-মেক্সিকোতে প্রলয়ংকরী ভূমিকম্পে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯-এ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বেলা ১টা ১৪ মিনিটে রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরের পুয়েবলা রাজ্যের আতেনসিঙ্গোতে। ভূমিকম্পে দেশটির মোরেলাস ও পুয়েবলা রাজ্য দুটিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পরপর কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। তবে যোগাযোগব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে সিএনএন। বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ৪৪টি স্থানে উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন মেক্সিকো সিটির মেয়র মিগুয়েল অ্যাঙ্গেল টেলেভিসা।

দেশটির নগর রক্ষা সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্পে সারা দেশে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১৩৯। এর মধ্যে মোরেলাসেই নিহত হয়েছে ৬৪ জন। এ ছাড়া রাজধানীর দক্ষিণে পুয়েবলা রাজ্যে ২৯ জন, মেক্সিকো সিটিতে ৩৬ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।