নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান মাস উপলক্ষে নারায়ণগঞ্জের পাইকারি ও খুচরা বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রন পর্যবেক্ষণসহ ভেজাল বিরোধী অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
রবিবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট হোসনে আরা পপির নেতৃত্বে সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর বাজার থেকে এ অভিযান শুরু হয়। এসময় মূল্য তালিকা না থাকায় তিনটি মাংসের দোকানকে পনের হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
অভিযান শেষে নির্বাহি ম্যাজিষ্ট্রেট জানান, বাজারের সবগুলো দোকান ঘুরে দ্রব্য মূল্য ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়েছে। পাশাপাশি মেয়াদোত্তর্ণী দ্রব্য সামগ্রী বিক্রি করা হচ্ছে কিনা সে ব্যাপারেও নজরদারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ক্রেতা সাধারণের সাথে কথা বলে তাদের মতামতও নেয়া হয়েছে। মাংসের দোকানগুলোতে অতিরিক্ত মূল্য আাদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের পাশাপাশি সেখানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি দোকানকে পাঁচ হাজার টাকা করে মোট পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, সরকারের নির্ধারিত মূল্য অনুযায়ী সাধারণ জনগণ সেবা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। পুরো রমজান মাসব্যাপী পর্যায়ক্রমে সব বাজারগুলোতে জেলা প্রশাসনের এই অভিযান চলবে বলে জানান তিনি।