নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জ উপজেলা পরিষদের কার্যালয় থেকে মঠের ঘাট পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ উদ্বোধন করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ,এমপি। গত ৩১ অক্টোবর বিকালে তিনি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, ইউপি সদস্য রেহেনা আক্তার প্রমুখ।