আজ মঙ্গলবার, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুজিববর্ষে “বঙ্গবন্ধুর” আদর্শ ছড়িয়ে দিতে হবে : পাপ্পা গাজী

নবকুমার:

গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবির পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাঙালির না। উনি সারা বিশ্বের নেতা।  ৭ মার্চের ভাষণকে অস্বীকার করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা। এটি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ববাসির একটি সম্পদ। পরাধীন জাতির মুক্তির একটি ঐতিহাসিক বার্তা। বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শোষিত মানুষের কন্ঠস্বর। যেখানেই অন্যায় অবিচার ছিলো সেখানেই বঙ্গবন্ধু প্রতিবাদ করেছেন। সুখী সমৃদ্ধি সোনার বাংলা গড়তে তিনি কাজ করে গেছেন। মুজিববর্ষে বঙ্গবন্ধুর আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব। কারণ বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির জন্য বছরের পর বছর কারাবরণ করেছেন । ২৪ বছর লড়াই সংগ্রাম করেছেন । তারপর আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছেন।

বুধবার ( ১১ মার্চ) রূপগঞ্জ উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম মর্তুজা পাপ্পা বলেন ,বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করেছেন। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তার কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন করছে। শিক্ষা-চিকিৎসা খাদ্যসহ দেশের প্রত্যেকটা ক্ষেত্রে বিপ্লব ঘটেছে।

অনুষ্ঠানে ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড.মোঃ আব্দুল আউয়াল মোল্লার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার আলম পান্না সোহেল , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহম্মেদ, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, শিক্ষক প্রতিনিধি শামীমা সুলতানা উমা, ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আশকারী, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান আকন্দ, যুবলীগ নেতা ও ইউপি সদস্য রফিক , রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিন, মুড়াপাড়া সরকারী কলেজ শাখা ছাত্র সংসদের জিএস সজিব উপস্থিত ছিলেন।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের বড় ছেলে গাজী গোলাম মর্তুজা পাপ্পা।