মিয়ানমারের প্রেসিডেন্টের পদত্যাগ
সংবাদচর্চা ডটকম:
অং সান সু চি’র ‘ডান হাত’ হিসেবে পরিচিত মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও পদত্যাগ করেছেন। দুই বছর আগে প্রেসিডেন্টের দায়িত্ব পান কিয়াও।
বুধবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেসিডেন্টের দপ্তরের ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও ২০১৮ সালের ২১ মার্চ পদত্যাগ করেছেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে একজন নতুন নেতা নির্বাচন করা হবে।’
দীর্ঘ সামরিক শাসনের পর ২০১৫ সালের নভেম্বরে মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিজয়ী হয় সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। ২০১৬ সালের মার্চ মাসে থিন কিয়াও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান।
উল্লেখ্য, সেনাবাহিনীর তৈরি মিয়ানমারের সংবিধানে বিধিনিষেধ থাকায় নিজে প্রেসিডেন্ট হতে পারেননি এনএলডি নেত্রী সু চি।