ডেস্ক রিপোর্ট: আদালতে মামলার শুনানিকালে বিচারক ও আইনজীবীর মধ্যে প্রশ্নের সময় বিচারপতিদের ‘মিসকোট’ না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক আইনজীবীর লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কাছে আমার একটা আবেদন। একটু মিস কোট করবেন না। আমাকে নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়।’
‘প্রেস কনফারেন্স করে আমার কোনো কিছু বলা সম্ভব নয়। বিচারক হিসেবে কোনো মামলার শুনানির সময় আইনজীবীকে একটা প্রশ্ন করতে পারি। এটা আমার স্বাধীনতা। প্রশ্নটা কী কারণে কোন উদ্দেশে না বুঝে অনেক সময় ভুলভ্রান্তি হতে পারে। এটা একটু খেয়াল করবেন।’