ডেস্ক রিপোর্ট: “অ্যান্টিবায়োটিকের যেরকম একটি কোর্স থাকে ঠিক সেই ভাবে মিথ্যাচারের কোর্স কমপ্লিট করেছে বিএনপি” বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাড. তারানা হালিম।
বুধবার (১৬ আগষ্ট) টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী ভাতৃপ্রতিম সংগঠন আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, স্বাধীনতার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত বিএনপি চেষ্টা করছে মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে। কারন তারা জানে একটি মিথ্যা বারবার মানুষের সামনে তুলে ধরলে একসময় সেটা সত্য হয়ে যাবে। তারা চেষ্টা করেছে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ইতিহাস থেকে মুছে ফেলার। তিনি শোক দিবসের আলোচনায় উপস্থিত সকল নেতা কর্মীকে উদ্দেশ্য করে বলেন, আসুন আমরা সবাই শোককে শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলি বাস্তবায়ন করতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।