আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মিথ্যা মামলা দিয়ে হয়রানি সরকারের অভ্যাস

সংবাদচর্চা রিপোর্ট
ভাংচুর ও সরকারী কাজে বাধা দানের ঘটনায় একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছে মাকছুদুল আলম খন্দকার ও মোয়াজ্জেম হোসেন। ২০১৮ সালের ৭ নভেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। সেই মামলায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল খন্দকার ও সহ সভাপতি মোয়াজ্জম হোসেন মন্টিকে আসামী করা হয়।

১০ ডিসেম্বর (মঙ্গলবার)মহামান্য বিচারপতি মো. রইস উদ্দিন ও বিচারপতি শশাংক শেকর সরকারের দ্বৈত বেঞ্চে জামিনের আবেদনের শুনানি শুরু হলে বিজ্ঞ আদালত মাকছুদুল আলম খন্দকার ও মোয়াজ্জেম হোসেনকে ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন।

জামিন পাওয়া যুবদল নেতা কাউন্সিলর খোরশেদ বলেন, মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা এখন সরকারের অভ্যাসে পরিনত হয়েছে।