আজ মঙ্গলবার, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘মাফ চাই আর চাইবো না’

নিজস্ব প্রতিবেদক:

শামীম ওসমান সুস্থ থাকলে সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা এলাকা আরও অনেক উন্নত হবে। ৩৪ জনের একটা সিন্ডিকেট সরকারের টাকা লুটপাট করবেন তা হবে না। আইভীর জন্য ভোট চেয়ে ছিলাম, মাফ চাই আর চাইবো না। কয়েক কোটি টাকার মশার-মেশিন ঔষধ আনা হয়েছে, সেটা কোথায় গেলো। সেটাও হজম হইয়া গেছে। রাস্তায় রাস্তায় ময়লার ভাগার। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা সিটি কর্পোরেশনের। সামান্য বৃষ্টিতেই পানি উঠে যায়। এই হচ্ছে ওনার উন্নয়ন। পরিবর্তন চায় নারায়ণগঞ্জবাসী।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডে যুবলীগ আয়োজিত এক কর্মীসভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড খোকন সাহা এসব কথা বলেন।

দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা এখানে এসেছি আপনাদের নেতা শামীম ওসমানে নির্দেশে। নেতা নির্দেশ দিয়েছেন দল গোছাচ্ছি। আমি বলতে চাই দিনের বেলা স্বপ্ন দেখবেন না, বেশি বারাবারি করবেন না। আমাদের একটা নেতাকর্মীদের গায়ে হাত দিলে ছুড়ে ফেলে দিবো নারায়ণগঞ্জ থেকে অন্য জেলায়। যখনই শামীম ওসমান বলবেন নেতাকর্মীরা মাঠে নেমে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দনশীল,যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম , ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান প্রমুখ।