সংবাদচর্চা রিপোর্ট:
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার ( ১৯ সেপ্টেম্বর) বিকালে রূপগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং, যৌতুক, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও যৌন হয়রানি বিরোধী এই সভা তারাব বাজার এলাকায় অনুষ্ঠিত হয়।তারাব পৌরসভার
প্যানেল মেয়র আমির হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ। ওসি বলেন, যেখানেই কোন সন্ত্রাসী বা মাদক বিক্রির ঘটনা ঘটবে, সাথে সাথে ০১৩২০০৯০৪৯৬ এই নম্বরে পুলিশকে জানালে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হবে। সংবাদদাতার নাম সম্পূর্ন গোপন রাখা হবে।
তিনি বলেন, সমাজে সন্ত্রাস ও মাদক বিক্রেতাদের কোন ঠাই নাই। তাদেরকে সমাজ থেকে নির্মূল করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন তারাব পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, তারাব পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর বিএম আতিকুর রহমান, সংরক্ষিত কাউন্সিলর জোসনা বেগম, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহাবুবুর রহমান মেহের।