আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদক ব্যবসায়ীরা ভিআইপিদের সঙ্গে ছবি তুলে ষড়যন্ত্র করছে: বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় আওয়ামী লীগের সকল সহযোগী উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) বিকালে চনপাড়া নবকিশলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা চুরি করে ভিআইপি ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে ষড়যন্ত্র করছে। ফেসবুকে ছাড়ছে আর সবাইকে দেখাচ্ছে ওমুক এমপি মন্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক আছে । ওরা আমাকে ( গাজীকে)  সহ আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সমাজে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। গোলাম দস্তগীর গাজী প্রশাসনের উদ্দেশে বলেন, চনপাড়ায় যারা মাদকব্যবসা করে তারা যদি আমার দলের লোক হয় তাদেরকে  ছাড় দেবেন না। ছবি ওয়ালা মাদক ব্যবসায়ীদের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। সব ভুয়া। ওদের কে পশ্রয় দেবেন না।

তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে কোন জঙ্গী সন্ত্রাস মাদক ব্যবসায়ীদের স্থান  হবে না। সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করে চলতে হবে।

এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

চনপাড়া বাসীর উদ্দেশে গোলাম দস্তগীর গাজী বলেন, আপনারা যদি চনপাড়াকে সিঙ্গাপুর বানাতে চান তাহলে অবৈধ রাস্তা দখল বন্ধ করুন। মাদক ব্যবসা বন্ধ করুন। এখানকার প্রত্যেকটা রাস্তা পাকা করা হবে।

তিনি বলেন, অনেক আন্দোলন সংগ্রাম করে আমাকে এমপি এবং মন্ত্রী হতে হয়েছে। বঙ্গবন্ধুর কন্যার দয়ায় আমি মন্ত্রী হতে পেরেছি । অনেকেই নির্বাচনের আগে আমার সাথে বেইমানি করেছিলো।

মন্ত্রী আরো বলেন, গন্ধর্বপুর ওয়াসার পানির পাম্প স্থাপন করা হবে। চনপাড়াতে পরবর্তীতে করা  হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা,কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জায়েদ আলী,আওয়ামী লীগ নেতা আজমত আলী, মতি আকন্দ, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের ,সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, উপজেলা ছাত্রলীগের  সভাপতি ফয়সাল আলম শিকদার, মহিলা মেম্বার বিউটি আক্তার কুট্টি প্রমুখ।