বন্দর প্রতিনিধি:
র্যাব সদস্যরা মাদক উদ্ধারের জন্য বন্দরে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী বাড়ীতে অভিযান চালায়। অভিযানের সময় র্যাব সদস্যরা মহিলা মাদক ব্যবসায়ী লাখিসহ বেশ কয়েকজন মাদক সেবনকারিকে আটক করে। মাদক সেবনকারিরা মাদক বিক্রি ও মাদক সেবন করবে না মর্মে র্যাব ১১ কাছে অঙ্গিকার করলে র্যাব কর্মকর্তারা আটকৃতদের নাকে ক্ষত দিয়ে রাতেই তাদেরকে ছেড়ে দিয়েছে। বুধবার রাত ১২টায় বন্দর বাড়ীপাড়া এলাকায় এ অভিযান চালায়।
এলাকাবাসী সাংবাদিকদের জানিয়েছে, বন্দর থানার ২১ নং ওয়ার্ডস্থ বন্দর ছালেহনগর ও বাড়ীপাড়া এলাকাকে মাদকের স্বার্গরাজ্য হিসেবে চিহিৃত করেছে সচেতন মহল। বন্দর সালেহনগর এলাকার মাদক স¤্রাজ্ঞী শিল্পি বেগম তার স্বামী মাছুম, বাড়ীপাড়া এলাকার বাদশা মিয়ার স্ত্রী অপর মহিলা মাদক স¤্রাজ্ঞী লাখি একই এলাকার মৃত কালু মিয়ার ছেলে মাদক স¤্রাট রেহাল, নূরু ডাক্তারের ছেলে রাসেল, মৃত গনী মিয়ার ছেলে হাশেম, মনা মিয়ার ছেলে জেমি, জেনারেটার রবিউল, মৃত আশাবুদ্দিন মিয়ার ছেলে সোহেল ও সহিদ মিয়ার জিতু র্দীঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক ব্যবসা করে অসচ্ছে।
উল্লেখিত মাদক ব্যবসায়ীদের কারনে ছালেহনগর ও বাড়ীপাড়া এলাকার অধিকাংশ যুব সমাজ মরন নেশা মাদকের প্রতি ঝুকে পরেছে। মাদক ব্যবসা ও প্রকাশ্যে মাদক সেবন নিয়ে প্রতিদিনেই স্ব স্ব এলাকায় ঘটছে নানা অঘটন।
বর্তমান ও আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য র্যাব ১১ বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর বাড়ীপাড়া এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযান কালে র্যাব সদস্যরা বাড়ীপাড়া এলাকার বাদশা মিয়ার স্ত্রী মহিলা মাদক স¤্রাজ্ঞী লাখি বেগম একই এলাকার মৃত কালু মিয়ার ছেলে মাদক স¤্রাট রেহাল, নূরু ডাক্তারের ছেলে রাসেল, মৃত গনী মিয়ার ছেলে হাশেম, মনা মিয়ার ছেলে জেমি, মৃত আশাবুদ্দিন মিয়ার ছেলে সোহেল আটক করে। পরে আটককৃতদের নাকে ক্ষত দিয়ে ছেড়ে দেয়।
বাড়ীপাড়া এলাকায় র্যাব ১১ অভিযানে সাধুবাদ জানিয়েছে ছালেহনগর ও বাড়ীপাড়া এলাকার সচেতন মহল। উল্লেখিত মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা গুড়িয়ে দেওয়ার জন্য র্যাবের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী।