আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে শতাধিক স্পটে জমজমাট মাদক ব্যবসা

মাদক ব্যবসা

মাদক ব্যবসা

 

বন্দর প্রতিনিধি:
আসন্ন রমজানকে সামনে রেখে বন্দরে প্রায় শতাধিক মাদক স্পটে আবারও মাদক ব্যবসায় জমে উঠেছে। এমন কথা জানিয়েছে সচেতন মহল। তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বন্দর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান শিথিল থাকায় বন্দর থানার আলীনগর, মদনগঞ্জ, ইসলামপুর, লক্ষারচর, সৈয়ালবাড়ী ঘাট, পুনাইনগর, ফরাজিকান্দা, দড়ি সোনাকান্দা, মাহামুদনগর, বেপারী পাড়া, সোনাকান্দা পানির ট্যাংকি, এনায়েত নগর, চৌধূরী পাড়া, রুপলাী আবাসিকা, সালেহনগর, শাহী মসজিদ, রাজবাড়ী, বাবুপাড়া, বাড়ীপাড়া, বন্দর র্কোটপাড়া, লের্জারাস, চিতাশাল, স্বল্পের চক, ইস্পাহানী, একরামপুর, কদম রসুল কলেজ মাঠ, সুইপার কলোনী, নবীগঞ্জ কবিলার মোড়, নূরবাগ, রসুলবাগ, মাইপরশ পাড়া, দাশের গাও, কুশিয়ার, কাইতাখালি, বক্তারকান্দী, দেউলী, আমিরাবাদ, চৌরাপাড়া, লক্ষন খোলা, ধামগড়, নয়ামাটি, ভাংতি, মদনপুর, চাঁনপুর,জাঙ্গাল, লাঙ্গলবন্ধ, চিড়াইপাড়া, বিবিজোড়াসহ তার আশে পাশের এলাকা গুলোতে আশংকাজনক ভাবে মাদক ব্যবসা বৃদ্ধি পেয়েছে। এ কারনে উল্লেখিত এলাকায় আইন শৃঙ্খলা মারাতœক ভাবে অবনতি ঘটছে। সে সাথে প্রতিটি এলাকায় চুরি ছিনতাইসহ বহু অপরাধমূলক কর্মকান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এ ব্যাপারে বন্দর থানার সেকেন্ড অফিসার আব্দুল আল মামুনের সাথে আলাপ কালে তিনি জানান, আমাদের অফিসার ইনর্চাজ শাহীন মন্ডল স্যার মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের জন্য এবং মাদক মুক্ত সমাজ গড়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও পঞ্চায়েত কমিটির সাথে বিভিন্ন স্থানে মাদক বিরোধী মত বিনিময় সভায় মিলিত হচ্ছেন। এবং মত বিনিময় সভায় তিনি প্রতিটি পাড়া মহল্লার জনপ্রতিনিধি ও স্থানীয় পঞ্চায়েত কমিটির কাছে মাদক ব্যবসায়ীদের তালিকা চেয়েছে। তালিকা হাতে পেলে আমরা অচিরেই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখব।