আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাওলানা ভাষানীকে ইতিহাস থেকে অপ্রাসঙ্গিক করে রাখা হয়েছে: রুবেল

সংবাদচর্চা রিপোর্ট:
গণসংহতি আন্দোলন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, পাকিস্তান আমলে মাওলানা ভাসানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি দেখলেন এই পাকিস্তান সরকার নতুন জালেম আকারে আবির্ভূত হয়েছে। তখন তিনি প্রথম বিরোধী দলীয় নেতা হিসেবে বাঙালির পক্ষে আবির্ভুত হন। আওয়ামী মুসলিম লীগের জন্ম হয় তার মাধ্যমে এবং সেই দলের সভাপতি ছিলেন তিনি।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের প্রেসক্লাব হানিফ খান মিলনায়তনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘মাওলানা ভাসানী ও আমাদের সময়ের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, জীবনের শেষ সময়েও ভাষানী ফারাক্কা বাঁধের বিরুদ্ধে লংমার্চ করেছিল। তার যে আদর্শ তা আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে রাজনৈতিক সদিচ্ছার অভাবে।

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বায়ক তরিকুল সুজন বলেন, মাওলানা ভাষানীর মৃত্যুবার্ষিকীর ৪৩ বছর গড়ালো, কিন্তু নারায়ণগঞ্জে যারা মাওলানার অনুসারী, এক সাথে কাজ করতেন, লড়াই করতেন সেগুলো অনেকাংশে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে ইতিহাস থেকে অপ্রাসঙ্গিক করে রাখা হয়েছে।

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক রুবেল তরিকুল সুজনের সভাপতিত্বে ও বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার সভাপতি অঞ্জন দাসের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস প্রমূখ।