আজ শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জনগণ বিএনপির অপকর্ম ভুলে যায়নি: মন্ত্রী গাজী

নবকুমার :

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন ১২ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়েছে। গ্যাস ও পানির চরম সংকট ছিলো। কৃষক সার পায়নি। জনগণ বিএনপির অপকর্ম , লুটপাট আর দুর্নীতি ভুলে যায়নি। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে রক্ষা করছেন।
বৃহস্পতিবার ৪ আগস্ট কাঞ্চনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভা মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ¦ গোলাম রসুল কলি। এসময় আওয়ামীলীগ নেতা শেখ সাইফুল ইসলাম, এমায়েত হোসেন, ফখরুল ইসলাম তপন, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ¦ কামরুল হাসান তুহিন, উপজলো স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া, শ্রমিকলীগ নেতা মতিয়ার রহমান আকন্দ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, সাত্তার জুট মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান র্শিক্ষক আবুল কালাম আজাদ, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, উপজেলা যুবমহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন ।