আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মহিলা চোরের বিরুদ্ধে চুরির মামলা

অটোরিক্সা চুরি

নগরীর নিতাইগঞ্জ এলাকার একটি ফ্ল্যাট থেকে ৪৯ হাজার টাকা মূল্যের ৩টি এন্ড্রয়েট মোবাইল ফোন ও নগদ ২৮ হাজার টাকার চুরি অভিযোগ অজ্ঞাত নারীর বিরুদ্ধে মামলা হয়েছে।

গত ২৭ মে ( সোমবার) দুর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হলেও মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর মডেল থানা এ ঘটনায় মামলা করেন মোসা. খোরশেদা বেগম নামের এক নারী।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান।

মামলায় বলা হয়, অজ্ঞাত পরিচয়ের একজন নারী গত সোমবার সকালে ৯ টা ১০ মিনিটে খোরশেদা বেগমদের ফ্ল্যাটে প্রবেশ করে ৩টি এন্ড্রয়েট মোবাইল ফোনসহ নগদ ২৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে এমন দৃশ্য সেখানে স্থাপন করা সিসি টিভি ক্যামেরায় ধরা পরেছে।