আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহানগর বিএনপির কমিটি,পদত্যাগের আভাস, দলে অসন্তোস

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ৯ জন আইনজীবীর স্থান হয়েছে। এর মধ্যে আহ্বায়ক ও সদস্য সচিব দুজনও আইনজীবী। এ নিয়ে দেখা দিয়েছে দলে অসন্তোস, মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ কমিটি পদত্যাগের কথা জানাচ্ছে। কমিটি ঘোষণার ৬ ঘন্টা না পার হতেই কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর আবুল কাউসার আশা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি। ফেসবুক পোস্টে আশা বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটিতে আমার মতো একজন নগন্য লোক না থাকাটাই শ্রেয়। কমিটি থেকে পদত্যাগের সংখ্যা ডজনখানেক হতে পারে।

কমিটি থেকে বাদ পড়েছেন বিএনপির সাবেক এমপি ও মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম। নতুন কমিটির আহবায়ক মুন্সিগঞ্জের এড. মো. শাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির,যুগ্ম আহ্বায়ক আ. সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক হাজী নুরুদ্দীন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আতাউর রহমান মুকুল, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন অনু, যুগ্ম আহ্বায়ক ফাতেহ মো. রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক এম, এইচ মামুন, যুগ্ম আহ্বায়ক আবু কাওসার আশা, সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, সদস্য অ্যাডভোকেট রফিক আহম্মদ, হাজী ফারুক হোসেন,আওলাদ হোসেন, বঙ্গবন্ধুর খুনির ভাই শওকত হোসেন সকু, হাসান আহম্মদ, মাহাবুব উল্লাহ তপন, মাসুদ রানা,ডা. মজিবর রহমান, মাকিদ মোস্তাকিন সিপলু, রাশিদা জামাল, অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, হান্নান সরকার, অ্যাড. বিল্লাল হোসেন,হাবিবুর রহমান দুলাল, হাবিবুর রহমান মিঠু, মনোয়ার হোসেন শোখন, মো. বরকত উল্লাহ, মো. আলমগীর হোসেন, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, শহিদুল ইসলাম রিপন, আমিনুর ইসলাম মিঠু, ফারুক আহম্মদ রিপন, মাহমুদুর রহমান, অ্যাড. শরিফুল ইসলাম শিপলু, শাখাওয়াতুল ইসলাম রানা, মো. ফারুক হোসেন, কামরুল হাসান সাউদ চুন্নু, হুমায়ুন কবির, শাহিন আহম্মদ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটিতে রাখা হয়নি করোনা বীর কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে। সুত্রের খবর জিতে গেলেন জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান। তার পছন্দের লোক আহবায়ক।