আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মস্তিষ্কজনিত রোগে লন্ডনে আইসিইউতে মেয়র আনিসুল

ডেস্ক রিপোর্ট: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ‘সেরিবেল ভ্যাসকিউলিটিস’ নামে মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়ে লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

জানা যায়, গত দুই মাস ধরে তিনি এ রোগে ভুগছেন। মেয়রের একান্ত সহকারী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আনিসুল হক গত ২৮ জুলাই পারিবারিক কাজে লন্ডনে যান। গত সোমবার তার দেশে ফেরার কথা ছিল। এরইমধ্যে হঠাৎ করে বেশি অসুস্থতা বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।