আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মসজিদ বিস্ফোরণে নিহতরা পেল প্রধানমন্ত্রীর অনুদান

সংবাদচর্চা রিপোর্ট: ফতুল্লার পশ্চিম তল্লায় বায়তুল সালাত জামে মসজিদে গ্যাস লাইনের ত্রুটিতে বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে  প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর দেয়া টাকার চেকগুলো নিহত ও আহতদের পরিবারের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, পিপি ওয়াজেদ আলী খোকন প্রমুখ। প্রসঙ্গত গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর) ৩৫ পরিবারের জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা করে বরাদ্দ দেন প্রধানমন্ত্রী ।