আজ সোমবার, ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

মরনফাদে পরিনত আড়াইহাজারের গুয়াবাড়ি ব্রিজ

আবুসিদ্দিক বাদল: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলাধীন গোপালদী- মাধবদী বাবুরহাট সড়কের সদাসদী নামক স্থানের গুয়াবাড়ি ব্রিজটি মরনফাদে পরিনত হয়েছে।

জানা যায়, বাবুরহাট মাধবদী যাতায়াতের জন্য এ রাস্তাটি একমাত্র পথ। এ রাস্তাটি দিয়ে গোপালদী -মাধবদী-নরসিংদী প্রতিদিন ২শতাধিক সিএনজি বাহন চলাচল করে আসছে। তাছাড়ও প্রতিদিন মাধবদী থেকে কাপড় বুননের সুতা ও গোপালদী থেকে গ্রে-কাপড় আনা নেয়া হয়ে আসছে। ব্রিজটি বড় ধরনের ফাটলের ফলে যেকোনো মুহুর্তে দুর্ঘটনার আশংকা রয়েছে। রাস্তাটি অতিব জনগুরুত্বপূর্ণ বিধায় সংশ্লিস্ট কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষণ করেছেন ব্যবসায়ী মহলও প্রতিদিন যাতায়াতকারী যাত্রীগন।

স্পন্সরেড আর্টিকেলঃ