আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মমতার মন্ত্রিসভায় একাধিক মুসলিম মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন:

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা রাজভবনে শপথ নিয়েছে। ১০ মে সোমবার সকালে মাত্র ৬ মিনিটে সম্পন্ন হয় ৪৩ জন মন্ত্রীর শপথগ্রহণ।

দেশটিতে এই প্রথম ভার্চুয়ালি শপথ নিলেন ৩ মন্ত্রী। করোনার প্রাদুর্ভাবে আলাদা আলাদা শপথ নেওয়ার ব্যবস্থা হয়নি এবার। এবার পূর্ণমন্ত্রী ২৪ , প্রতিমন্ত্রী ১৯ রয়েছেন। এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ১০ জন। সবমিলিয়ে ৪৩ জন শপথ নিয়েছে। তার মধ্যে মসুলমান মন্ত্রী রয়েছে ৬/৭জন। নারী মন্ত্রী হয়েছেন আটজন। এবার বাদ গেছেন আটজন সাবেক মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্ত্রিসভার সদস্য হলেন ৪৪ জন।

তৃণমূল সরকারের তৃতীয় মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী যাঁরা হলেন তাঁদের মধ্যে আছেন সুব্রত মুখার্জি, পার্থ চ্যাটার্জি, অমিত মিত্র, সাধন পান্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, বঙ্কিম চন্দ্র হাজরা, মানস রঞ্জন ভুঁইয়া, সৌমেন কুমার মহাপাত্র, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, অরূপ রায়, রথীন ঘোষ, ফিরহাদ হাকিম, চন্দ্রনাথ সিনহা, শোভন দেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, পুলক রায়, শশী পাঁজা, মো. গোলাম রব্বানী, বিপ্লব মিত্র, জাভেদ আহমেদ খান, স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধুরী। তাঁদের মধ্যে ১৬ জন এবারই প্রথম মন্ত্রী হলেন।

প্রতিমন্ত্রী হয়েছেন ১৯ জন। এর মধ্যে ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। তাঁরা হলেন বেচারাম মান্না, সুব্রত সাহা, হুমায়ুন কবীর, অখিল গিরি, চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ, সন্ধ্যা রানী টুডু, বুলু চিক বরাইক, সুজিত বসু ও ইন্দ্রনীল সেন।

বাকি নয় প্রতিমন্ত্রী হলেন দিলীপ মণ্ডল, আখতারুজ্জামান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, ইয়াসমীন সাবিনা, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, অধিকারী পরেশ চন্দ্র ও মনোজ তিওয়ারি।

আগের মন্ত্রিসভার আটজন এবার বাদ পড়েছেন। তাঁরা হলেন মন্টুরাম পাখিরা, নির্মল মাজি, গিয়াসুদ্দিন মোল্লা, আশিস বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, তাপস রায়, জাকির হোসেন ও তপন দাশগুপ্ত।