অনলাইন ডেস্ক:
পশ্চিমবঙ্গের ভবানীপুর আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ আগামী ৩০ সেপ্টেম্বর । এই আসনে প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নির্বাচনি প্রচারণা। কংগ্রেস সেখানে প্রার্থী দেবে না। এবারও লাড়াই হবে বিজেপির সঙ্গে তৃণমূলের ।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, মমতার পক্ষে ইতিমধ্যে মাঠে নেমেছেন তৃণমূলের মদন মিত্র, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়রা। ‘ভবানীপুর নিজের মেয়েকেই চায়’ ব্যানারে সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা। বড় বড় করে দেওয়ালে লেখা হচ্ছে ‘খেলা হবে’। এই প্রেক্ষাপটে নেত্রীকে জেতাতে ভবানীপুরে ওয়ার্ডভিত্তিক দায়িত্ব দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতাদের।