আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীর বন্ধু জামাল খান আর নেই

সংবাদচর্চা রিপোর্টঃ

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের বন্ধু বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খান (৭০) ইন্তেকাল করেছেন। শনিবার ৭ মে সকাল সাড়ে ৯টায় তার খিলগাওয়ের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

এক শোক বার্তায় নারায়ণগঞ্জ -১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের জানাযার নামাজ শনিবার বিকাল ৪ টায় রূপসী নিউ মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।