আজ সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীর সঙ্গে ভোলাব ছাত্রলীগের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ ।

শুক্রবার ( ২৮ জানুয়ারি) সকালে রূপসী গাজী ভবনে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল শিকদার,সহ-সভাপতি রিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, ভোলাব ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সনেট সোহেল (জুবায়ের) ,সিনিয়র সহ-সভাপতি রুবেল আহমেদ (বিজয়), সহ-সভাপতি রাসেল ফকির, শরীফ মিয়া, নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সাদিকুল ইসলাম, মোহাম্মদ জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান সুমন, আরিফ, হিমেল মিয়া, দপ্তর সম্পাদক আঃ কাইয়ুম মিয়া, প্রচার সম্পাদক পলাশ ভুঁইয়া উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত ভোলাব ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্দেশে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, ভোলাবকে আওয়ামী লীগের দুর্গ হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগ নেতৃবৃন্দকে কাজ করতে হবে। তোমরা ছাত্রলীগের সুনাম রক্ষা করবে। সততার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী এমন ছাত্রদের ছাত্রলীগের সদস্য করবে। উল্লেখ্য গত ২৫ জানুয়ারি ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দিয়েছে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। এ কমিটির মেয়াদ ১ বছর।