আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীকে শুভেচ্ছা

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স এবং ডাক্তাররা নারায়ণগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে শুভেচ্ছা জানিয়েছেন । বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা মন্ত্রীকে শুভেচ্ছা জানান। এসময় তিনি ডাক্তার এবং নার্সদের সাথে কুশল বিনিময় করেছেন। তিনি ডাক্তার নাসদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। এরপর বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সরকারের দেয়া ৪১ লাখ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স গাড়ি উদ্বোধন করেন।

এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইদ আল মামুন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভুঁইয়া, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফয়সাল আহমেদসহ রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা উপস্থিত ছিলেন।