আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোনয়ন বাণিজ্যে বেসামাল বিএনপি : নানক

মনোনয়ন বাণিজ্যে

সংবাদচর্চা রিপোর্ট:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির মধ্যে মনোনয়ন বাণিজ্য হয়েছে। এ মনোনয়ন বাণিজ্য নয়াপল্টন থেকে লন্ডন পর্যন্ত পৌঁছেছে।

আজ শনিবার সকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন এই আওয়ামী লীগ নেতা।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সব নেতাকে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ নির্দেশনা সংবলিত একটি চিঠি এরই মধ্যে দলের সর্বস্তরের নেতাদের কাছে পাঠানো হচ্ছে। আশা করছি, দু-একদিনের মধ্যেই সব চিঠি পৌঁছে যাবে।

‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সব ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিজয় আমাদের সুনিশ্চিত’, যোগ করেন আওয়ামী লীগ নেতা।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ