আজ সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মঠবাড়িয়ায় ১’শ ২১টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ


পিরোজপুর প্রতিনিধি ॥ “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঠবাড়িয়া উপজেলার ১’শ ২১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দারিদ্র প্রীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের সহকারী পরিচালক কেএম রেজাউল করিম, মাহমুদা খাতুন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্টেক্টর আবু ইফসুফ সরোয়ার হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা কিরণ চন্দ্র রায়।

প্রধান অতিথি আগামী দু’মাসের মধ্যে সকল প্রাথমিক বিদ্যালয় মাল্টিমিডিয়ার ক্লাস চালুসহ শিক্ষার গুনগতমান বাড়ানোর জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, সেকেলের শিক্ষা ব্যবস্থার পরিবর্তে শিক্ষার্থীদের যুগোপযোগী আধুনিক পদ্ধতিতে ক্লাস নেয়ার নির্দেশ দেন।