মঠবাড়িয়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে স্থানীয় এক আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসন খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে নির্মাণাধীন পাকা স্থাপনার পিলার ভেঙে গুড়িয়ে দেয় এবং নির্মাণ সামগ্রী জব্দ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, উপজেলার ধানীসাফা ইউনিয়নের ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা সাফা-পিরোজপুর সড়কের স্থানীয় সাফা বাজারের সুপারী হাটা সংলগ্ন চরের ২০০১নং দাগের কয়েক লাখ টাকা মূল্যের সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি এলাকাবাসী বরিশাল বিভাগীয় কমিশনারকে অবহিত করলে তার নির্দেশে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ওই স্থাপনার নির্মাণ কাজ বন্ধ করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ জানান, অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়েই ঘটনাস্থলে গিয়ে স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং নির্মাণ সামগ্রী জব্দ করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, আ’লীগ নেতা মাসুদ রানার বিরুদ্ধে নামে-বেনামে একাধিক খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত মাসুদ রানা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, পাকা স্থাপনার জন্য আবেদন করেছি এবং একাধিক ব্যক্তির কাছ থেকে ডিসিআর ক্রয় করে দোকান ঘর উত্তোলন করেছি বলে তিনি দাবী করেন।