বগুড়া প্রতিনিধি: জেনে বুঝে ধরা দিতে চায়নি এই চোর। এলাকার আতংক কুখ্যাত মটরসাইকেল চোর বাদশা (৪৮)। চুরির মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরাছোঁয়ার বাইরেই ছিল দীর্ঘদিন ধরে। কপালে থাকলে ধরা তো খেতেই হবে। পালিয়েও শেষ রক্ষা হলো না।
অবশেষে বগুড়ার শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বুধবার সকালে অভিযান চালিয়ে কুখ্যাত মটরসাইকেল চোর বাদশা হাসানকে (৪৮) গ্রেফতার করতে সক্ষম হয়। সে শাজাহানপুর উপজেলার সাজাপুর দর্জিপাড়া গ্রামের মৃত মোজাফফর রহমানের ছেলে। মটরসাইকেল চুরির ২টি মামলায় পলাতক ছিল এই চোর।
বুধবার সন্ধ্যায় থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, চুরির দুটি মামলায় ওয়ারেন্টমূলে কুখ্যাত চোর বাদশাকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুবলাগাড়ী বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃতের বিরুদ্ধে দুটি চুরির মামলায় ওয়ারেন্ট থাকাসহ আরও বেশ কয়েকটি চুরির মামলা রয়েছে বলেও জানান ওসি।
এদিকে, এলাকার আতংক কুখ্যাত চোর বাদশাকে গ্রেফতারের খবর পেয়ে এলাকায় স্বস্তি ফিরেছে। কয়েকটি জায়গায় মিষ্টি বিতরণেরও খবর পাওয়া গেছে।