আজ শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মঞ্জুর রহমানের মৃত্যুতে মাদ্রাসা সভাপতির শোক

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার রূপসী নিউ মডেল হাইস্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মঞ্জুর রহমান ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না— রাজিউন)। বুধবার ( ২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি  ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মরহুমের ছাত্র ও রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো: মুন্না খাঁন। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মুন্না খান রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকেও শোক প্রকাশ করেন।

জানা গেছে তিনি ব্রেন স্টোক করে মারা যান। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর। তিনি দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মরহুমের কর্মস্থল রূপসী নিউ মডেল হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে। বৃহস্পতিবার ২২ অক্টোবর বাদ যোহর রাজধানীর কাজলা ভাসা প্রেস সংলগ্ন নিজ বাড়ির পাশে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।