সংবাদচর্চা রিপোর্ট:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, ইফতার মাহফিলে আমরা রাজনীতি করার জন্য আসি নাই। আমরা বাংলাদেশে গণতান্ত্রিক সরকার চাই। তারেক জিয়ার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করবো।
বুধবার ১২ মার্চ বিকালে ভুলতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কাজী মনির এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কাজী মনির বলেন, ভয় দেখিয়ে মানুষের মন জয় করা যায় না। ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হয়। জনগণের আস্থা অর্জন করতে হবে আমাদের।
এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের মাহাবুব রহমান, যুবদল নেতা এড. আমিরুল ইসলাম, ছাত্রদল নেতা সুলতান আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।